Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

ময়মনসিংহে চালককে হত্যা করে অটো ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ প্রতিনিধি:

নভেম্বর ২৭, ২০২৪, ০৪:০০ পিএম


ময়মনসিংহে চালককে হত্যা করে অটো ছিনতাই

ময়মনসিংহে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তার পাশের ধান খেত থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. সফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করে বলেন, ইজিবাইক ছিনতাইয়ের জন্যই এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মো. আকাশ মিয়া (২৩) সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে।

মঙ্গলবার বিকেলে নিজের ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পায়   পরিবারের সদস্যরা । পরে রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তায় রক্ত দেখে পাশের ধানখেতে রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় একটি ছুরিও পাওয়া যায়।

বিআরইউ

 

Link copied!