Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির প্রতিবাদ মিছিল

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৭:১৩ পিএম


আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির প্রতিবাদ মিছিল

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে রামপাল উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় হুড়কা ইউনিয়ন বিএনপির আয়োজনে ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনায় বাবুর বাড়ি জিরোপয়েন্ট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার মুজিবর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল শেষে জিরোপয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী।

আরও বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সদস্য শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সরদার মাহাফুজুল হক চিক, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইবরাহীম হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!