ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

বাণিজ্য মেলায় নজর কাড়ছে রেডিমেড বাড়ি

রফিকুল ইসলাম,পূর্বাচল (গাজীপুর)

রফিকুল ইসলাম,পূর্বাচল (গাজীপুর)

জানুয়ারি ২০, ২০২৫, ০৫:৩৪ পিএম

বাণিজ্য মেলায় নজর কাড়ছে রেডিমেড বাড়ি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিত্য ব্যবহারের বিক্রি যেমন বাড়ছে তেমনি অপেক্ষাকৃত অপ্রচলিত নতুন পণ্যও আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।এবার মেলায় মিলছে রেডিমেড বাড়ি আর তাতে নজর কাড়ছেন ক্রেতা দর্শনার্থীদের।

বাণিজ্য মেলায় প্রতিবছরই কোনো না কোনো পণ্য ক্রেতাদের নজর কাড়ে।যেমন এবারের মেলায় দৃষ্টি কাটছে ইস্পাতে বানানো রেডিমেড ধাতব বাড়ি।কৌতূহলী মনে প্রশ্ন কীভাবে বানানো হয় দৃষ্টিনন্দন এই বাড়ি।বাংলাদেশের আবহাওয়ায় এগুলোর উপযোগিতা নিয়েও প্রশ্ন আছে আগ্রহীদের।

রেডিমেড ঘর দেখতে আসা দর্শনার্থীরা জানান,কানাডা,আমেরিকা,জাপানে এরকম ঘর প্রচুর দেখা যায়,ওরা এ স্টাইলে বাড়ি করে তবে আমাদের দেশে ঝড় বৃষ্টিতে কেমন হবে এটা দেখার ব্যাপার।

এরকম বাড়ি বানাতে প্রতি বর্গফুটে খরচ হবে দুই থেকে আড়াই হাজার টাকা।ইট কনক্রিটের চেয়ে এমন ডুপ্লেক্স বানানোর খরচও কম।

মেলায় বাড়ি নিয়ে আসা কেওয়াই টু টোনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার জামসেদ বলেন,ইউরোপে এই টাইপের বাড়ি গুলাই বানানো হয় কিন্তু সেখানকার বাড়িগুলোতে কাঠের ব্যবহার হয়ে।আমরা কাঠের কোনো ব্যবহার করছি না কারণ আমরা বাংলাদেশের আবহাওয়ায় এটা খাপ নাও খাইতে পারে সেক্ষেত্রে ফাইবার সিমেন্ট বোর্ড ব্যবহার করছি।

বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ রয়েছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই-আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে করা হয়েছে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা।

প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

এ বছর মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে রয়েছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় রয়েছে শিশু পার্কও।

জানুয়ারির শেষ দিন পর্যন্ত বাণিজ্য মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আর সাপ্তাহিক ছুটির দিন চলবে রাত ১০টা পর্যন্ত।

আরএস

Link copied!