ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দাগনভূঞা বিআরডিবির চেয়ারম্যান নির্বাচনে জামায়াত নেতা জয়ী

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:২৮ পিএম

দাগনভূঞা বিআরডিবির চেয়ারম্যান নির্বাচনে জামায়াত নেতা জয়ী

ফেনীর দাগনভূঞা বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা নজির আহাম্মদ।

তিনি দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র-১ ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তার কাছে হেরেছেন দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল।

বুধবার দাগনভূঞা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

পল্লী ভবনে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী।এছাড়াও দাগনভূঞা  উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও তার স্ত্রী নির্বাচন পরিদর্শন করেন।তাদের আগমে বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার সময় আকবর হোসেনসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ নির্বাচনকে ঘিরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মাঝে উৎস আমেজ বিরাজ করেছে। উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতিগুলোর প্রতিনিধি ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ভোটার ছিল ৬৭ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে দাগনভূইয়া বিআরডিবির সাবেক প্রধান পরিদর্শক নজির আহাম্মদ চেয়ার প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী
দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।

দাগনভূঞা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রতন চন্দ্র পাল বলেন, নির্বাচনে সভাপতি পদে নজির আহাম্মদ চেয়ার প্রতীকে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। মোট ৬৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন দিয়েছেন।

দাগনভূঞা বিআরডিবির নির্বাচনে সহ-সভাপতি একজন ও ৬ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।গত ১২ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

দাগনভূঞা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটির দুই সদস্য হলেন- ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জীবন চন্দ্র পাল ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবু নোময়েন।

দাগনভূঞা থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

ইএইচ

Link copied!