ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ঈশ্বরগঞ্জে ‘জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ৩, ২০২৫, ০৫:৩৩ পিএম

ঈশ্বরগঞ্জে ‘জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আন্দোলনের সূচনালগ্নে যখন ছাত্রসমাজ তাদের শান্তিপূর্ণ দাবিতে সাড়া পাচ্ছিল না, তখন গণমাধ্যমই ছিল তাদের সবচেয়ে বড় সহযাত্রী। সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলো দ্রুত আন্দোলনের বার্তা সারাদেশে পৌঁছে দেয়, যার ফলে তা একটি সর্বজনীন গণ-আন্দোলনে রূপ নেয়। বক্তারা গণমাধ্যমকে আন্দোলনের একটি শক্তিশালী ও অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন, যা জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে।

তারা আরও বলেন, শুধু প্রচলিত গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগমাধ্যমও আন্দোলনকে ছড়িয়ে দিতে ও জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ধারাবাহিকতায় জুলাইয়ের আন্দোলন ছাত্রদের দাবির গণ্ডি পেরিয়ে একটি গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

সভায় সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। 

তারা জানান, ৪ আগস্ট ঈশ্বরগঞ্জে আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। ওইদিন সাংবাদিক আতাউর রহমান ও রুহুল আমিন রিপন গুরুতর আহত হন। তাদের রক্তে সেদিন রাজপথ রঞ্জিত হয়েছিল— যা এখন ইতিহাসের অংশ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। 

উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা হাসানুর রহমান সজীব ও সাকিবুজ্জামান সাকিব।

এছাড়া অংশ নেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি ফেরদৌস কুরাইশী টিটু, আহত সাংবাদিক রুহুল আমিন রিপন, সাংবাদিক উবায়দুল্লাহ রুমি, মহিউদ্দিন রানা, এহসানুল হক, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান শুভ, হুমায়ুন কবীর, রেজাউল করিম রাজু, জাহিদ হাসান, ইস্তিয়াক আহমেদ ইসহাক, হাবিবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা গণমাধ্যমের পেশাগত নৈতিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, “গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশন করে না, বরং সমাজের বিবেক হিসেবে দায়িত্ব পালন করে।” তিনি সাংবাদিকদের পেশাগত সততা বজায় রেখে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে আন্দোলনে সাংবাদিকদের অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

ইএইচ

Link copied!