আল-আমিন, নীলফামারী
আগস্ট ৩, ২০২৫, ০৬:০৮ পিএম
চব্বিশের ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখতে ৩০০ আসনের মধ্যে চলতি বছরের জুলাই মাসে ৩৬ জন প্রার্থী মনোনীত করেছে গণঅধিকার পরিষদ। এর ধারাবাহিকতায় নীলফামারী-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু।
মনোনয়ের পরপরই তিনি নিজ এলাকায় সরব নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
রোববার সকালে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন বাবু। সেখানে নিহতদের রূহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর তিনি পূর্ব বালাগ্রামের মন্তেরডাঙ্গা মদিনাতুল উলুম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় যান। শতাধিক এতিম ছাত্রদের দুপুরের খাবারের আয়োজন করেন এবং দীর্ঘক্ষণ তাদের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি ছাত্রদের খোঁজখবর নেন ও মিষ্টিমুখ করান।
পরবর্তী সময়ে পূর্ণদমে নির্বাচনী প্রচারণা শুরু হয়। বাবুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নীলফামারী-৩ আসনের অন্তর্গত ১১টি ইউনিয়নে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এলাকাবাসীর দাবি-দাওয়া ও সমস্যা জানতে খোঁজখবর নিচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এবং নতুন রাজনীতির ধারাকে তুলে ধরতে সোহাগ হোসেন বাবু প্রচারণায় ভিন্নধর্মী কৌশল নিয়েছেন।
ইএইচ