ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মার্চ ৪, ২০২৫, ১০:৩৮ পিএম

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর সাপ্তাহিক হাট, গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ি এবং পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের টেংরী এলাকায় সালাম ফুড প্রোডাক্টসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

অভিযান পরিচালনার সময় মধুপুর হাটে ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লার মাধ্যমে পণ্য বিক্রির অপরাধে দুইজনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে অর্থদণ্ড প্রদান করা হয়।

এরপর, উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ি এলাকায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বনফুল লাচ্ছা সেমাইয়ের মোড়ক ও লোগো নকল করে লাচ্ছা সেমাই উৎপাদন এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করার অপরাধে একজনকে দণ্ড দেয়া হয়।

এছাড়া, টেংরী এলাকায় বিএসটিআইয়ের সিলযুক্ত চানাচুরের মোড়কে কটকটি, ডাবলি, মনাক্কা ও খুরমা বিক্রি এবং ১ কেজির প্যাকেটে ৮০০ গ্রাম পণ্য দেওয়ার অপরাধে আরও একজনকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় মোট ১ লাখ ৫৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই গাজীপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক (মেট্রোলজি) শিখন সাহা।

দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস সেনা দল।

পবিত্র রমজান মাসজুড়ে এ অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ইএইচ

Link copied!