ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কৃষি ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৫, ০২:০৭ পিএম

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কৃষি ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি কৃষি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

এই মিছিলের মাধ্যমে তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোমবার বিক্ষোভ মিছিলটি ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে “ধর্ষকদের শাস্তি চাই”, “নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক” এবং “বিচারহীনতার সংস্কৃতি দূর হোক” স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা এক বিবৃতিতে বলেন, “সাম্প্রতিক সময়ে যেসব নারী নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। একটি ন্যায়পরায়ণ সমাজ গঠনের জন্য অপরাধীদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।” তারা সরকারের কাছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারীদের নিরাপত্তা এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতেও আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, “এই প্রতিবাদ কেবল একটি মিছিল নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের ডাক। আমরা সকল শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন এবং সচেতন নাগরিকদের এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”

বিবৃতির শেষে তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক, বিচারহীনতার সংস্কৃতি দূর হোক।”

শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন।

ইএইচ

Link copied!