Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

ফেনীতে দুই নারীকে নাকে খত দেয়ার ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ৪, ২০২৫, ০৮:৪৩ পিএম


ফেনীতে দুই নারীকে নাকে খত দেয়ার ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে নারীর প্রতি অবমাননাকর আচরণের অভিযোগ ওঠার পর তার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

রোববার বিকালে ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১ মে রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে একটি সালিশি বৈঠকে নারীর প্রতি অসম্মানজনক ও উদ্ধত আচরণের অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর দলীয় পদ স্থগিত করা হয়েছে।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠে দুই কিশোরের বিরুদ্ধে। ওই অভিযোগে ১ মে রাতে সালিশের আয়োজন করেন জাহাঙ্গীর। সালিশে বিচারকের ভূমিকায় ছিলেন দেলোয়ার হোসেন দেলু।

অভিযোগ রয়েছে, সালিশে কিশোরদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা দেলু দুই কিশোরের মায়েদের ডেকে এনে জনসম্মুখে হেনস্তা করেন এবং ‘নাকে খত’ দিতে বাধ্য করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে বহু মানুষের সামনে চেয়ারে বসে বিচার করছেন দেলু। হাতে লাঠি নিয়ে তিনি দুই নারীকে মাটিতে দাগ কেটে ‘নাকে খত’ দিতে নির্দেশ দেন। ভয় ও লজ্জায় বোরকা পরা দুই নারী মাটিতে লুটে পড়ে দেলুর নির্দেশ পালন করেন।

এই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক মহলে। ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে দেলুর দলীয় পদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা বিএনপির নেতারা।

ইএইচ

Link copied!