আ. হামিদ মধুপুর (টাঙ্গাইল)
জুলাই ৩০, ২০২৫, ০৫:১৪ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বিভিন্ন এলাকায় ওষুধ ও কসমেটিকসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধুপুর উপজেলার কাকরাইদ, মোটেরবাজার, নেদুর বাজার, গারো বাজার ও মধুপুর পৌরসভাধীন সেগুন বাগান এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ওষুধ ও কসমেটিকস আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি মামলায় ৫ জনকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এ সময় প্রসিকিউশন প্রদান করেন, মো. আবু জাফর প্রাং, ওষুধ তত্ত্বাবধায়ক (ভেট), জেলা ওষুধ তত্ত্বাবধায়ক অফিস, টাঙ্গাইল।
সহায়তায় ছিলেন মধুপুর সেনাক্যাম্পের একটি চৌকস দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান সহকারী কমিশনার রিফাত আনজুম পিয়া।
ইএইচ