Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

গাজীপুরে দুই সাংবাদিককে হেয় করতে ফেসবুকে অপপ্রচার

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

মে ৭, ২০২৫, ০৭:৫১ পিএম


গাজীপুরে দুই সাংবাদিককে হেয় করতে ফেসবুকে অপপ্রচার

গাজীপুরে দুই সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় করার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে ভুয়া আইডি খুলে তাদের ছবি ও নাম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এই ঘটনায় বুধবার টঙ্গী পশ্চিম থানা ও পুবাইল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারা।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন—টঙ্গী সিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি মহিউদ্দিন রিপন এবং দৈনিক যুগান্তরের গাজীপুর মহানগর প্রতিনিধি ও এশিয়ান টিভির গাজীপুর জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসেন।

তারা জানান, সাথী নামক একটি ফেসবুক আইডি থেকে তাদের ছবি ব্যবহার করে কটূক্তিমূলক মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার চালিয়ে আমাদের মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা ও পূবাইল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান। তথ্য-প্রমাণ যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় গাজীপুরের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

ইএইচ

Link copied!