Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

গাজীপুরে বিএনপি নেতা এনামুলের আগমনে জনতার ঢল

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

মে ৮, ২০২৫, ০২:৪২ পিএম


গাজীপুরে বিএনপি নেতা এনামুলের আগমনে জনতার ঢল

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সৌদি আরবের মক্কা মেছপালা মহানগর বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা দীর্ঘ ১৮ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি নিজ গ্রাম বরকুলে হেলিকপ্টারে অবতরণ করেন। তার এই ব্যতিক্রমধর্মী প্রত্যাবর্তনে বরমী ইউনিয়নসহ আশেপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তাকে একনজর দেখতে শত শত মানুষ ভিড় জমায়।

অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতাকর্মী ও বিএনপির সমর্থকরা।

দীর্ঘদিন পর একজন প্রবাসী রাজনৈতিক নেতাকে এমনভাবে স্বাগত জানানোর ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।

এনামুল হক মোল্লা বলেন, "দীর্ঘদিন পর প্রিয় মাতৃভূমিতে পা রাখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এলাকাবাসীর যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।"

তিনি আরও বলেন, "আমার মা আমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, কিন্তু আমি তার জানাজায় অংশ নিতে পারিনি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় বেদনা।"

তিনি জানান, দেশে ফিরে তিনি এলাকাবাসীর পাশে থেকে সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখবেন।

স্থানীয় রাজনীতিতে এনামুল হক মোল্লার ফেরাকে ঘিরে নতুন জোয়ারের সম্ভাবনা দেখছেন স্থানীয় নেতাকর্মী ও পর্যবেক্ষকরা।

ইএইচ

Link copied!