Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

নবীনগরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, আহত ৭

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

মে ১০, ২০২৫, ১২:৫১ পিএম


নবীনগরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের কনিকাড়া কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নবীনগরমুখী একটি সিএনজি অটোরিকশা কনিকাড়া কবরস্থানের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই রাস্তার পাশে ছিটকে পড়ে। সিএনজিটি কয়েকবার উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহীসহ সিএনজির যাত্রীরা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে দুইজনকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান আকতার খন্দকার (৬৫)—নবীনগরের শ্রীরামপুর ইউনিয়নের পুরান শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে অসুস্থ স্ত্রীর চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন।

পরে ঢাকায় নেওয়ার পথে মারা যান তাঁর শালা, নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মিয়া (৫৫)। একই দুর্ঘটনায় আহত হন বিল্লাল মিয়ার ছেলে সিয়াম (২২), সিএনজি চালক মোহাম্মদ আরিফ (ভাদুঘর) ও যাত্রী জালাল উদ্দিন (নবীনগর)।

একই পরিবারের দুজনের মৃত্যুতে তাঁদের গ্রাম ও আত্মীয়স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও মোটরসাইকেল জব্দ করে। ঘটনার তদন্ত চলছে।’ মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

বিআরইউ

Link copied!