Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

ডিআইইউতে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডিআইইউ প্রতিনিধি:

ডিআইইউ প্রতিনিধি:

মে ১০, ২০২৫, ০১:৫০ পিএম


ডিআইইউতে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা’। শুক্রবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশাদার সাংবাদিক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সোভন।

কর্মশালায় সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ দেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ। আরও উপস্থিত ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ও ডিআরইউর কার্যনির্বাহী সদস্য মো. আকতারুজ্জামান, কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রদান আহসান হাবীব খান, দৈনিক কালবেলার রিপোর্টার আকরাম হোসেন, একুশে টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রাজিউর রহমান এবং ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক।

প্রশিক্ষণ শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআইইউসাস-এর সাবেক সভাপতি মুছা মল্লিক, বাহারুল ইসলাম হীরা, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসানসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। সমিতির প্রধান উপদেষ্টা রাজিউর রহমানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনেও মনোযোগী হতে হবে।” অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বিআরইউ

Link copied!