অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী
মে ১২, ২০২৫, ০২:৫৯ পিএম
অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী
মে ১২, ২০২৫, ০২:৫৯ পিএম
গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান ও অটোচালক দল, গাজীপুর মহানগর শাখা।
সোমবার সকাল ১১টার দিকে কোনাবাড়ী আমবাগ ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে সংগঠনের নেতারা গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের সভাপতি মো. শওকত আলী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. আজিম আলম, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জনি এবং মো. রেজাউল করিম। এ সময় স্থানীয় এলাকাবাসীরাও মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, “আগামী দুই মাসের মধ্যে আমবাগ ব্রিজ সংস্কার না করা হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী নাজরাতুন নাইম বলেন, “আমবাগ ব্রিজ সংস্কার সংক্রান্ত একটি স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইএইচ