Amar Sangbad
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫,

নাটোরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

মে ১৪, ২০২৫, ০৭:২৩ পিএম


নাটোরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নাটোরে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫। 

বুধবার সকাল ১০টায় শহরের দিঘাপতিয়া মহব্বত কোরবান কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন।

জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় জেলার সাতটি উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আসমা শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম এবং জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী।

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইএইচ

Link copied!