নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
মে ১৪, ২০২৫, ০৭:২৭ পিএম
নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
মে ১৪, ২০২৫, ০৭:২৭ পিএম
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়েরকৃত দুটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি এবং কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম হালিমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বেলা ১২টার দিকে জামিন নিতে গেলে কুষ্টিয়া সদর আমলী আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আব্দুল আলিম হালিম চকরাজাপুর গ্রামের হাচেন আলীর ছেলে এবং কুষ্টিয়া হাই স্কুলের ক্রীড়া শিক্ষক। তিনি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহিষ্কৃত নেতা বলেও জানা গেছে।
উল্লেখ্য, গত আগস্ট মাসে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় হালিমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০–৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ওই হামলায় গুলি ও বোমা বিস্ফোরণে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনাটির প্রেক্ষিতে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
এর মধ্যে কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া জিআর ৩২০/২৪ মামলায় হালিম ৫০ নম্বর এবং ৫ আগস্ট সংঘটিত আরেক ঘটনায় গুলিতে আহত এরশাদ আলী বাদী হয়ে দায়ের করা জিআর ৩৫৬/২৪ মামলায় হালিম ৩৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।
আদালতের নির্দেশে বর্তমানে হালিমকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইএইচ