টাঙ্গাইল প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৮:০২ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৮:০২ পিএম
টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে প্রায় ১৫ লাখ টাকার ডাকাতি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মিজানুর রহমান।
গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন—মামুন, মাসুদ, সুরুজ, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন। তারা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, গত ৩ মে মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশ সুপার আরও জানান, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ