Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫,

জুলাই গণঅভ্যুত্থানের ছয় শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৭:১৪ পিএম


জুলাই গণঅভ্যুত্থানের ছয় শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নাটোর জেলার ছয় শহীদ পরিবারের প্রত্যেককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ পরিবারগুলোর হাতে সঞ্চয়পত্র তুলে দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারীরা আমাদের দেশ ও জাতিকে নতুন পথের দিশা দিয়েছেন। আমরা তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি। সরকার এসব শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত।

ইএইচ

Link copied!