ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

নাটোরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

মে ১৭, ২০২৫, ০৫:১৭ পিএম

নাটোরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নাটোরে শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

জেলা কৃষি বিভাগের সূত্রমতে, এ ঝড়ে প্রায় ১০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাটোর জেলার সাতটি উপজেলার মধ্যে সদর ও সিংড়া উপজেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়ে। প্রাথমিক তথ্যে জানা গেছে, সিংড়া উপজেলায় ৮৩ হেক্টর এবং সদর উপজেলায় ২৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এ সময়ে জেলায় গড়ে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে—৫২ হেক্টর জমির বোরো ধান, ১৩ হেক্টর জমির ভুট্টা, ১০ হেক্টর জমির সবজি, ২০ হেক্টর জমির আম, ৩ হেক্টর জমির লিচু এবং ১০ হেক্টর জমির কলা।

নাটোর সদর উপজেলার কান্দিভিটা এলাকার কৃষক জামিরুল ইসলাম জানান, তিনি আড়াই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ঝড়ে তার অর্ধেক জমির ভুট্টা শুয়ে পড়েছে। একই এলাকার আমচাষি আব্দুল করিম বলেন, “আমার ছয় বিঘার আম বাগানের অনেক আম ঝড়ে পড়ে গেছে। প্রায় পাঁচ মণ কাঁচা আম মাত্র ২০০ টাকা মণ দরে বিক্রি করতে হয়েছে।”

এ বিষয়ে নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, “পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আবাদি জমি ও ফসলের প্রাথমিক প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।”

ইএইচ

Link copied!