Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

পাহাড়ি প্রান্তিক জনগোষ্ঠীর আশার আলো ‘আলোর ভুবন স্কুল’

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ১৭, ২০২৫, ০৫:৫১ পিএম


পাহাড়ি প্রান্তিক জনগোষ্ঠীর আশার আলো ‘আলোর ভুবন স্কুল’

টাঙ্গাইলের মধুপুর উপজেলার লালমাটি পাহাড়ি অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নিয়োজিত আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ১৬ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন ৫০ জন ছাত্র-ছাত্রীর হাতে শিক্ষা উপকরণ হিসেবে ব্যাগ তুলে দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. জুবায়ের হোসেন। 

আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক মিনা আহমেদ, মধুপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর, আয়নাল ও আরিফ হোসেন।

বক্তারা বলেন, আলোর ভুবন স্কুল একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান। এটি ২০০৮ সাল থেকে মধুপুরের লালমাটি পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি মো. জুবায়ের হোসেন বলেন, “পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে সরকারিভাবে যতটা সম্ভব, আমরা সহযোগিতা করে যাব। আলোর ভুবনের মতো প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজে আলোর পথ দেখায়।”

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

ইএইচ

Link copied!