খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ১৯, ২০২৫, ০১:২৭ পিএম
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ১৯, ২০২৫, ০১:২৭ পিএম
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে প্রেমঘটিত একটি ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় এক এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী টানা তিন দিন ধরে অনশনে বসে আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাঁধন নামের এক যুবক, যিনি ওসমানপুর ইউনিয়নের কাইয়ুমের ছেলে, তিন বছর ধরে ওই ছাত্রীটির সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন। শুরুতে বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন তিনি তা থেকে সরে দাঁড়িয়েছেন।
এ অবস্থায় প্রেমিক বাঁধন বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন ওই শিক্ষার্থী।
মেয়েটি অভিযোগ করেছেন, প্রেমিকের এমন আচরণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে নিজের পরিবারের কাছ থেকেও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী ও সচেতন মহল কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং ঘটনার দ্রুত সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।
ইএইচ