Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫,

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইউএনওর পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী প্রদান

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মে ১৯, ২০২৫, ১১:৫৩ পিএম


প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইউএনওর পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী প্রদান

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় আগ্রহী করে তুলতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মো. জুবায়ের হোসেনের পক্ষ থেকে বিদ্যালয়টিতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ মে) বিদ্যালয় প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণকৃত উপকরণগুলোর মধ্যে ছিল—ডাবল দোলনা, ডাবল স্লিপার, ব্যালেন্সিং সেট, মই এবং ঝুলন্ত রিং। এসব উপকরণ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, “প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ, ঝরে পড়া রোধ, মনিটরিং এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার চেষ্টা করছি এবং তা অব্যাহত থাকবে।”

এর আগে, প্রতিষ্ঠানটিকে একটি ৮ সিটের অটোরিকশা প্রদান করা হয়েছে এবং শিগগিরই আরেকটি ১০ সিটের অটোরিকশা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বিদ্যালয়ের প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি নতুন আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

ইএইচ

Link copied!