Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫,

কালিয়াকৈরের শাকিল এভারেস্ট জয়ে মায়ের চোখে জল, এলাকায় উৎসবের আমেজ

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

মে ২০, ২০২৫, ০৭:০৬ পিএম


কালিয়াকৈরের শাকিল এভারেস্ট জয়ে মায়ের চোখে জল, এলাকায় উৎসবের আমেজ

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামের যুবক ইকরামুল হাসান শাকিল। তাঁর এই বিরল অর্জনে আনন্দে আত্মহারা হয়েছেন এলাকাবাসী, আর আবেগে ভেসেছেন তাঁর মা শিরিনা বেগম।

সোমবার (১৯ মে) বিকেলে শাকিলের গ্রামের বাড়িতে ভিড় করেন হাজারো মানুষ। তাঁকে এক নজর দেখতে শুভেচ্ছা জানাতে স্থানীয় জনপ্রতিনিধিরাও ছুটে আসেন। ছোট্ট একটি মাটির ঘরের উঠোনজুড়ে তখন শুধুই গর্ব, উল্লাস ও ভালোবাসার ঢল।

পর্বতজয়ের যাত্রাপথ সম্পর্কে জানা গেছে, কক্সবাজার থেকে প্রতীকী হাঁটা শুরু করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শাকিল অবশেষে পৌঁছান নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে। এরপর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে তিনি পা রাখেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে।

তাঁর অভিযানের সমন্বয়কারীরা দুপুর ২টা ১০ মিনিটে শাকিলের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানান, এইমাত্র খবর পেলাম, শাকিল সামিট করেছে, সুস্থ আছে। ক্যাম্প-৪ এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য দেওয়া যাচ্ছে না।

শাকিলের মা শিরিনা বেগম বলেন, ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি। সে আজ দেশের নাম উঁচু করেছে। আমার আর কোনো চাওয়া নেই। শুধু ও যেন সুস্থভাবে দেশে ফিরে আসে।

এলাকাবাসী জানান, শাকিল সবসময় পরিশ্রমী ও মেধাবী ছিল। তার এই সাফল্যে গর্বিত শুধু পরিবার নয়, গোটা এলাকা। তাঁরা শাকিলকে ঘিরে ভবিষ্যতে যুব সমাজের জন্য অনুপ্রেরণার বাতিঘর হিসেবে দেখতে চান।

আরএস

Link copied!