Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫,

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ১১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মে ২২, ২০২৫, ১২:৩৫ পিএম


মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ১১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ১১৯ কোটি ৬৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ধ্বংস করা মাদকের মধ্যে ছিল—

ভারতীয় ফেনসিডিল: ২৫ হাজার ৮১৩ বোতল; বিদেশি মদ: ৩৮ হাজার ৯৮০ বোতল; গাঁজা: ১৩০ কেজি; ইয়াবা: ৬৫ হাজার ১৭৪ পিস; হেরোইন: ৩৭ কেজি; কোকেন: ৭৯ কেজি; ক্রিস্টাল ম্যাথ (আইস): ৭ কেজি; এলএসডি: ২৯ বোতল; ভায়াগ্রা ট্যাবলেট: ২১ হাজার ৩১৬ পিস; ট্যাপেন্টাল ট্যাবলেট: ৩০ হাজার ৭০ পিস; ভারতীয় ওষুধ: ৯ হাজার ৮৪৫ পিস; বাংলাদেশি ওষুধ: ৯ হাজার ৯৬০ পিস।

লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত গত ১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধ্বংস করা এসব মাদকের বাজারমূল্য আনুমানিক ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদকবিরোধী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিআরইউ

Link copied!