Amar Sangbad
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫,

বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

মে ২৪, ২০২৫, ০৮:০২ পিএম


বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে নাটোরে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সহস্রাধিক নারী নাটোর শহরের আলাইপুর নেসকো অফিসের সামনে থেকে ঝাড়ু মিছিল শুরু করেন। 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিচাবাজার এলাকায় অবস্থিত নাটোর প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের নাটোর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুফিয়া হক, সাধারণ সম্পাদক রুপালি বেগম, সহ-সভাপতি সুফিয়া বেগম, মায়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, “নারীরা যেমন ঘরের সব কাজ করতে পারে, তেমনি রাস্তায় নেমে অন্যায়ের প্রতিবাদও করতে জানে।”

তারা অভিযোগ করে বলেন, ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে দুলু ও ছবির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বক্তারা এসব ফেক আইডি দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ইএইচ

Link copied!