ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মে ২৮, ২০২৫, ০৭:২৮ পিএম

মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

"শিশু থেকে বৃদ্ধ, পুষ্টিকর খাবার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের আয়োজনে এবং ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা আতিউর রহমান এবং ডা. নুরে আলম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসপাতাল প্রধান ডা. সাইদুর রহমান বলেন, “জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে।” 

তিনি এসব বার্তা তুলে ধরে বলেন—

  •     পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন।
  •     খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপত্তা বজায় রাখুন।
  •     খাবারে চিনি ও লবণের পরিমাণ সীমিত রাখুন।
  •     অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন।
  •     শিশুদের অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন।
  •     শিশুর সুষ্ঠু বৃদ্ধি ও শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি ডিম ও নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন।
  •     পরিবারের প্রবীণ সদস্যদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করুন।
  •     প্রতিদিন অন্তত এক বেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার গ্রহণের মাধ্যমে শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।

অনুষ্ঠান শেষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!