ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধ নাগরিকের সন্ধান

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জুন ৩, ২০২৫, ০৭:৩৩ পিএম

পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধ নাগরিকের সন্ধান

লালমনিরহাটের পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধ নাগরিকের সন্ধান পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাতে স্থানীয়রা তাদের রেলস্টেশনে দেখতে পেয়ে সনাক্ত করেন।

তারা হলেন—আসাম প্রদেশের দরং জেলার চেপাজা থানার বড়বাড়ি গ্রামের মৃত আসতুল্লা শেখের ছেলে ইউসুফ আলী (৭৪) এবং একই প্রদেশের গোয়ালপাড়া জেলার বিজনী থানার শাকতলা গ্রামের মৃত ইলেমুদ্দিনের ছেলে শামসুল হক (৬৪)।

মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই দুই ভারতীয় বৃদ্ধ খেয়ে-না খেয়ে রেলস্টেশনেই অবস্থান করছিলেন।

ভারতীয় নাগরিক ইউসুফ আলী জানান, “আট দিন আগে ১০-১২ জনের একটি দলের সঙ্গে বিএসএফ আমাদের জোরপূর্বক সীমান্ত পার করিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। এরপর আমরা লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে শেষমেশ পাটগ্রাম রেলস্টেশনে আশ্রয় নিই। পুশইনের সময় আমাদের সঙ্গে থাকা ভারতীয় রুপি, আইডি কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড বিএসএফ কেড়ে নেয়। ভারতীয় নাগরিক হয়েও আমাকে দুই বছর বাংলাদেশি সন্দেহে কারাগারে থাকতে হয়েছে।”

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “পুশইনের শিকার ওই দুই ভারতীয় নাগরিকের বিষয়ে সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে পাটগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডারকে অবহিত করা হয়েছে। আপাতত রেলস্টেশনে পুলিশের নজরদারিতে তাদের রাখা হয়েছে।”

তিনি আরও জানান, “বিজিবি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানাবে, যাতে এই দুই নাগরিককে ভারতে ফেরত পাঠানো যায়।”

ইএইচ

Link copied!