আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জুন ১৪, ২০২৫, ০৫:৫২ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার মধুপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে বিনিময় পরিবহন, ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী বাস এবং সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর মধ্যে সিএনজি পরিবহনের তিনটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
এ সময় তাকে সহায়তা করেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর ও তার টিম এবং মধুপুর সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি চৌকস দল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ইএইচ