ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

এইচএসসি পরীক্ষার মাঝেই ময়মনসিংহে বাণিজ্য মেলা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জুন ১৯, ২০২৫, ১০:৩১ এএম

এইচএসসি পরীক্ষার মাঝেই ময়মনসিংহে বাণিজ্য মেলা

এইচএসসি পরীক্ষার মধ্যে ময়মনসিংহে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা। বৃহস্পতিবার (১৯ জুন) থেকে ব্রহ্মপুত্র নদের তীরের কাচারিঘাট এলাকায় জেলা প্রশাসনের উপস্থিতিতে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। তবে পরীক্ষার সময় এমন উৎসবমুখর আয়োজন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।

জেলা প্রশাসনের অনুমোদনে এই মেলাকে ঘিরে ইতোমধ্যে শহরজুড়ে শুরু হয়েছে মাইকিং, পোস্টারিং ও প্রস্তুতির নানা কার্যক্রম। শিক্ষার্থী ও অভিভাবকদের আশঙ্কা, মেলার ভিড়, শব্দদূষণ ও সম্ভাব্য বিশৃঙ্খলা পরীক্ষার মনোযোগে ব্যাঘাত ঘটাবে। বিশেষ করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৬ জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকেই।

স্থানীয় এক অভিভাবক বলেন, আমার ছেলেও এইচএসসি পরীক্ষার্থী। শহরজুড়ে মেলার প্রচারণা ও মানুষের ভিড় তাকে চরমভাবে বিভ্রান্ত করতে পারে। এমন গুরুত্বপূর্ণ সময়ে মেলা করার যৌক্তিকতা কী?

শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকরা বলছেন, বাণিজ্য মেলার মতো অনুষ্ঠান নিরুৎসাহিত করা না গেলেও, এমন পরীক্ষামূলক সময়ে ও শহরের কেন্দ্রে এর আয়োজন চরম সংবেদনশীলতার অভাবের পরিচয়। তারা মনে করেন, শিক্ষার্থীদের জন্য নিরিবিলি, মনোযোগী পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা বলছেন, পরীক্ষার সময় এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ ও মনোযোগে ব্যাঘাতের কারণ হতে পারে। উৎসবের পরিবেশ নয়, দরকার পরীক্ষানির্ভর শান্ত পরিবেশ।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মেলা আয়োজনের সমালোচনা ও আলোচনা চলছেই। অনেকেই দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন।

বিআরইউ

Link copied!