ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫, ০৪:১৮ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন এবং একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার সোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাইকেরছড়া ইউনিয়নের অটোরিকশাচালক বানু মিয়া (৩০) এবং রায়গঞ্জ ইউনিয়নের বাসিন্দা ১২ বছর বয়সী শিশু আনিকা।
জানা গেছে, আবুবকর সিদ্দিক তার পরিবারসহ সোনাহাট স্থলবন্দর ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে তারা একটি অটোরিকশা ভাড়া করে ভূরুঙ্গামারীতে ফিরছিলেন। পথে ঘুণ্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই শিশু আনিকার মৃত্যু হয়। গুরুতর আহত চালক বানু মিয়াকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
আহতরা হলেন—আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) এবং মেয়ে ফাতেমা (৯)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইএইচ