ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৫, ০৪:৩৮ পিএম

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নিচতলার সব শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চতুর্দিক থেকে বিদ্যালয় চত্বরে প্রবেশ করা বৃষ্টির পানি মিশে গেছে শৌচাগারের বর্জ্য ও আবর্জনার সঙ্গে। নিচতলার টয়লেট পানির নিচে থাকায় সেখানকার ময়লা ও দুর্গন্ধ শ্রেণিকক্ষ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার পরিবেশ যেমন অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মিন্টু জানান, “গত তিনদিনে টানা বৃষ্টির কারণে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়েছে। শিক্ষার্থীদের পোশাক ভিজে যাচ্ছে, অনেকে ঠান্ডা ও সর্দিজনিত অসুখে আক্রান্ত হচ্ছে।”

প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, “প্রতিবছর বর্ষায় জলাবদ্ধতার সমস্যায় পড়তে হয়। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পানি দ্রুত সরানো না গেলে শিক্ষাকার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হবো।”

অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওয়াফা, নুপুর ও রাফি জানায়, “স্কুলে আসার সময় জুতা ও কাপড় ভিজে যায়। ভেজা পোশাকে ক্লাস করতে হয়। অনেক সহপাঠী ঠান্ডা-জ্বরে ভুগছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।”

অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে পানি নিষ্কাশনের কোনো টেকসই ব্যবস্থা নেই। তাদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারণেই দিনদিন দুর্ভোগ বেড়েই চলেছে।

তাঁরা দ্রুত পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা রক্ষা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য বিদ্যালয় চত্বরে উন্নত ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, জরুরি পদক্ষেপ না নিলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে।

ইএইচ

Link copied!