আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জুলাই ১৫, ২০২৫, ০৬:১৭ পিএম
পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির।
ওসি এমরানুল কবির বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। গাছ আমাদের জীবনরক্ষা করে, পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে প্রতিবছরই তারা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে আসছে।
ইএইচ