আলী হাসান, জয়পুরহাট
জুলাই ১৬, ২০২৫, ০৬:৪৩ পিএম
জুলাই শহিদ দিবস ২০২৫ উপলক্ষে শহিদদের স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মুবারক জুয়েল, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহিদ বিশালের মা বুলবুলি খাতুন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলন ও শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রদর্শিত হয় জুলাই-আগস্ট আন্দোলনের ওপর কয়েকটি ডকুমেন্টারি ভিডিও। অনুষ্ঠানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় শহিদদের আত্মত্যাগের মূল্যায়ন, গণতান্ত্রিক চেতনা ও বৈষম্যহীন সমাজ গঠনে করণীয় বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন। অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শও গ্রহণ করা হয়।
ইএইচ