সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ১৬, ২০২৫, ০৬:৪৬ পিএম
“জুলাই শহিদ দিবস” পালন উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মাহফুজুর রহমান, বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইএইচ