ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
Amar Sangbad

টিএসসিতে তোলা ত্রাণের টাকা নিয়ে ফেনীতে যা বললেন সারজিস

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

জুলাই ২২, ২০২৫, ০১:২১ পিএম

টিএসসিতে তোলা ত্রাণের টাকা নিয়ে ফেনীতে যা বললেন সারজিস

২০২৪ সালের ফেনীর শতাব্দীর ভয়াবহ বন্যার সময় ঢাকার টিএসসিতে উঠানো ত্রাণ সহায়তার অর্থ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম।

সোমবার (২১ জুলাই) রাতে ফেনী সফরকালে এক মতবিনিময় সভায় সারজিস আলম বলেন, টিএসসিতে ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত ত্রাণের প্রতিটি পয়সা একটি আন্তর্জাতিক অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করে প্রতিবেদন আকারে দাখিল করা হয়েছে। সেই অর্থ সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের তহবিলে জমা দেওয়া হয়েছে, যাতে এর যথাযথ ব্যবহার নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, আমাদের লজিস্টিক বা জনবল সেই সময় ছিল না, অভিজ্ঞতাও ছিল না। তাই অপব্যবহার এড়াতে সরাসরি সরকারের ফান্ডে জমা দেই।

এ সময় সরকারের ওপর আস্থার কথা জানিয়ে সারজিস আলম বলেন, এটি তো আওয়ামী লীগের কোনো মন্ত্রণালয় নয়। এটি অভ্যুত্থান-পরবর্তী ড. ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের অধীন মন্ত্রণালয়। যদি আমরা ত্রাণ মন্ত্রণালয়ের ওপরই আস্থা না রাখি, তাহলে কাদের ওপর রাখব?

সারজিস আলম প্রশ্ন তোলেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা যে ৯ কোটি টাকা জমা দিয়েছে, সেই অর্থ থেকে ফেনীর জন্য কত টাকা ব্যয় হয়েছে, সেটি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানাবেন।

এনসিপির এই নেতা ফেনীর সচেতন নাগরিকদের উদ্দেশে বলেন, আপনারা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জানতে চাইবেন, ফেনীর জন্য কী পরিমাণ অর্থ খরচ হয়েছে, হয়নি বা অতিরিক্ত হলে তা কীভাবে খরচ হয়েছে—এই হিসাব জনসমক্ষে উপস্থাপন করুন।

তিনি আরও জানান, এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফেনীর নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তারা সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানাবেন।

বিআরইউ

Link copied!