মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
জুলাই ২২, ২০২৫, ০২:০৯ পিএম
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ গেল মেহেন্দিগঞ্জের এক শিশু শিক্ষার্থীর। মাইলস্টোন কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সামির (১১) নিহত হয়েছে সেই মর্মান্তিক দুর্ঘটনায়। আগের দিনই মায়ের সঙ্গে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে ঢাকায় গিয়েছিল সে।
সামির, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর খরকি ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী শামিম চৌকিদারের ছেলে। তার মা রেশমা করিম চানপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের বড় মেয়ে। বর্তমানে তিনি মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
মঙ্গলবার সকাল ১০টায় চানপুর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামিরের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে নানা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
সামির ছিল ভাই-বোনের মধ্যে ছোট। বড় বোনের সঙ্গে স্কুলপথ ভাগাভাগির বয়সে বিমান দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। বাবা শামিম চৌকিদার ঢাকায় একটি বায়িং হাউজ পরিচালনা করেন।
দুর্ঘটনার দিন সোমবার (২১ জুলাই) দুপুরে সামির কলেজে ক্লাস চলাকালে একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ছাদে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সামির।
এই হৃদয়বিদারক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। চানপুরের আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে শিশুটির জানাজা ও দাফনের সময়। শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিবেশী ও স্বজনেরা সবাই বাকরুদ্ধ।
বিআরইউ