চট্টগ্রাম ব্যুরো:
জুলাই ২২, ২০২৫, ০৬:২০ পিএম
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এ বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার প্রেক্ষিতে একাধিক দাবিতে আন্দোলন করছেন।
শিক্ষার্থীরা বলেন, বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ন্যায়বিচার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বেশকিছু দাবি নিয়ে বোর্ডের সামনে কিছু শিক্ষার্থী আন্দোলন শুরু করে। পরে আমরা গিয়ে তাদের দাবি শুনেছি। তাদের দাবি পূরণে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো বলে বুঝিয়েছি। শিক্ষার্থীরা চলে গেছেন।
বিআরইউ