ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
Amar Sangbad

৬ দাবিতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২২, ২০২৫, ০১:৫৯ পিএম

৬ দাবিতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে তারা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দিয়াবাড়ি মোড়ে জমায়েত হন শত শত শিক্ষার্থী।  

তাদের অভিযোগ, বিমান বিধ্বস্তের ঘটনায় কতজন নিহত হয়েছে তা সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। অনেকের মরদেহ রাতে সরিয়ে নেওয়া হয়েছে বলে তাদের আশঙ্কা। তাছাড়া কতজন আহত হয়েছেন তাদের সঠিক নাম ও তথ্য পাওয়া যাচ্ছে না। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী খারাপ আচরণ করেছে বলেও বিক্ষোভকারীরা অভিযোগ করেছে।

এদিকে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে দিয়াবাড়ি মোড় এলাকায় বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো—

১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। 

২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। 

৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 

৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। 

৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ বিমান চালু করতে হবে। 

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় আজ মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

বিআরইউ

Link copied!