ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

লোহাগাড়ায় খালের ভাঙনে বিলীনের পথে পাঁচটি বসতবাড়ি

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম)

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম)

জুলাই ২৭, ২০২৫, ০২:৫৯ পিএম

লোহাগাড়ায় খালের ভাঙনে বিলীনের পথে পাঁচটি বসতবাড়ি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে ডলুখালের তীব্র ভাঙনে বিলীন হওয়ার পথে রয়েছে পাঁচটি বসতবাড়ি। এতে চরম দুশ্চিন্তা ও ঝুঁকির মধ্যে দিন পার করছেন এসব পরিবারের সদস্যরা। মাথার উপর ছাদ হারানোর আগেই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাক হাজি পাড়ার পাশ দিয়ে প্রবাহিত ডলুখালের ভাঙনে পাঁচটি পরিবারের ঘরবাড়ি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ভাঙন এতটাই ভয়াবহ যে, যেকোনো সময় বসতবাড়িগুলো খালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

খালপাড়ে বসবাসকারী আমির হোসেন বলেন, “৬০ বছর ধরে ভাঙন শুরু হয়েছে। আমাদের খতিয়ানভুক্ত জায়গাও এখন খালের মধ্যে। যেকোনো মুহূর্তে বসতভিটা হারানোর শঙ্কা করছি।”

অন্য এক বাসিন্দা বৃদ্ধা শমশুন্নাহার বলেন, “আমরা অনেক বছর ধরে এখানে থাকছি। এর আগেও অনেকে ঘরবাড়ি হারিয়েছে, এবার আমাদের পালা এসেছে। খালের ভাঙনের কারণে এখন খুব কষ্টে আছি। সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।”

স্থানীয় দেলোয়ার হোসেন বলেন, “খালের একপাশ ভরাট হয়ে যাচ্ছে, অন্যপাশে ভাঙন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এখানকার বাসিন্দারা অত্যন্ত অসহায়। বাড়িঘর ভেঙে গেলে তারা নিঃস্ব হয়ে যাবে।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী আনীস হায়দার বলেন, “ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে পরিমাপ করা হবে। মানবিক দিক বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।”

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ে ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

ইএইচ

Link copied!