মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৫, ০৪:৩৫ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, “উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা অবশ্যই তদন্ত হওয়া উচিত। আগে ওই এলাকা এত ঘনবসতিপূর্ণ ছিল না। বর্তমানে এমন স্থানে প্রশিক্ষণ বিমান ওড়ানো সঠিক সিদ্ধান্ত নয়।”
রোববার বেলা ১১টার দিকে বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদের পরিবারকে সান্ত্বনা জানাতে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাত (নয়াপাড়া) গ্রামে যান সালাম পিন্টু। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাম পিন্টু তানভীরের বাবা রুবেল মিয়া ও মা পলি বেগমের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তাও পরিবারের কাছে পৌঁছে দেন। পরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তানভীরের কবর জিয়ারত করেন।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সালাম পিন্টু আরও বলেন, “বিমান দুর্ঘটনার দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি উড়ার আগে কি যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল? পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করা হয়েছিল কি না—এসব বিষয় গভীরভাবে খতিয়ে দেখা দরকার।”
উল্লেখ্য, গত ২১ জুলাই (সোমবার) ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় তানভীর আহমেদ (১৪) নিহত হয়। সে কলেজটির অষ্টম শ্রেণির ছাত্র ছিল এবং ঘটনার সময় কোচিং ক্লাসের জন্য অপেক্ষা করছিল।
ইএইচ