বরিশাল ব্যুরো
আগস্ট ৩, ২০২৫, ০৪:৫৯ পিএম
পদ সৃষ্টির ১৫ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চালু হলো হেমাটোলজি (রক্তরোগ) বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের সহযোগিতায় এবং হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর উদ্যোগে এই সেবা চালু করা হয়।
প্রতি সপ্তাহে রোবার থেকে বুধবার পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের ১৬২ নম্বর কক্ষে রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেবেন।
এ উপলক্ষে রোববার সকালে হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাসপাতাল প্রশাসনের সূত্রে জানা গেছে, ২০১০ সালে শেবাচিমে হেমাটোলজি বিভাগের চিকিৎসক পদের অনুমোদন দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও এখানে কোনো চিকিৎসক পদায়ন হয়নি। অবশেষে গত বছরের আগস্টে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সাবেক বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ আলী শেবাচিমে বদলি হন। তিনি যোগদানের পরপরই বিভাগটি চালুর উদ্যোগ নেন।
হাসপাতালের পরিচালক ডা. মশিউল মুনীর এ উদ্যোগে সহযোগিতা করেন এবং ডা. মোহাম্মদ আলীর চাহিদার ভিত্তিতে রক্তরোগ পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্তঃ এবং বহির্বিভাগে স্থান বরাদ্দ দেন।
রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন সেমিনার হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবাচিম শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহমুদ হাসান এবং সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. একেএম নজমূল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন এবং বরিশাল শাখার যুগ্ম আহ্বায়ক মহাসিন চৌধুরী।
বক্তারা বলেন, আগে রক্তরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীতে যেতে হতো। এখন থেকে বরিশালেই এই সেবা পাওয়া যাবে।
হেমাটোলজি চিকিৎসা শাস্ত্রের একটি শাখা, যা রক্ত ও রক্ত গঠনের সঙ্গে সংশ্লিষ্ট টিস্যু এবং রোগ সম্পর্কে অধ্যয়ন করে। এই বিভাগ রক্তকণিকা, হিমোগ্লোবিন, অস্থিমজ্জা, প্লেটলেট, রক্তনালী, প্লীহা, এবং জমাট বাঁধার প্রক্রিয়াসহ বিভিন্ন রক্তজনিত রোগের কারণ, নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে কাজ করে।
নতুন চালু হওয়া হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকে রক্ত ও অস্থিমজ্জাজনিত রোগের নির্ণয়, চিকিৎসা, সচেতনতা বৃদ্ধি, এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের কাজ পরিচালিত হবে।
এখানে রক্তাল্পতা, রক্ত জমাট বাঁধার সমস্যা, হিমোফিলিয়া, রক্ত ক্যান্সার, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়াসহ বিভিন্ন জটিল রক্তরোগের চিকিৎসা দেওয়া হবে।
ইএইচ