ফেনী প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫, ০১:৫৭ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের সময় পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করায় দৈনিক ফেনীর সময় পত্রিকার চিফ রিপোর্টার আরিফ আজম ‘সাহসী সাংবাদিক সম্মাননা’ পেয়েছেন।
এছাড়া ফেনীতে কর্মরত আরও পাঁচ সাংবাদিককে এ সম্মাননায় ভূষিত করা হয়। তারা হলেন— সমকাল প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দেশ রূপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, এবং জবাবদিহি প্রতিনিধি হাসনাত তুহিন।
রোববার রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার, আহত সাংবাদিক এবং সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অনুষ্ঠানের শুরুতে শহীদ সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান, শহীদ সাংবাদিক আবু সাঈদ হত্যার ভিডিও ধারণকারী সাংবাদিক তাওহীদুল হক সিয়াম, এবং দ্য ডেইলি স্টারের ফটোসাংবাদিক ইমরান হোসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।
অনুষ্ঠানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবার এবং আহত ও সাহসী ১৯২ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। এ সময় সম্মাননার পাশাপাশি আর্থিক অনুদান হিসেবে মোট ৫৬ লাখ টাকা প্রদান করা হয়।
ইএইচ