মোহাম্মদ বেলাল হোছাইন, চট্টগ্রাম দক্ষিণ
আগস্ট ৪, ২০২৫, ০৬:১২ পিএম
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাতকানিয়া সদর ইউনিয়নের করইয়ানগর এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মনিরের অসহায় স্ত্রী ও সন্তানদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
সোমবার তিনি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে মনিরের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
আবেগঘন পরিবেশে শাহজাহান চৌধুরী বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক সংগঠন। মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন। পরীক্ষার সময় পরস্পরের পাশে না দাঁড়ালে মানবতার মূল চেতনা ব্যর্থ হয়।"
নিহত মনিরের পরিবার দীর্ঘদিন ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করে আসছিল উল্লেখ করে তিনি বলেন, "মনির ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং অত্যন্ত সৎ মানুষ। তাঁর নিজস্ব কোনো ঘর ছিল না, ভাড়া বাসায় থাকতেন। এখন তার মৃত্যুর পরে স্ত্রী ও সন্তানদের পক্ষে ভাড়া বাসায় থাকা অসম্ভব হয়ে পড়েছে। সমাজের বিত্তবানদের নিয়ে সমন্বিত উদ্যোগে ইনশাআল্লাহ একটি ঘর নির্মাণ করা সম্ভব হবে। জামায়াত সেই উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখবে।"
এ সময় উপস্থিত ছিলেন- সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হক, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বেলাল, জামায়াত নেতা হারুনুর রশিদ, ইউপি সদস্য জমির উদ্দিন, জামায়াত নেতা সাদেক হোসেন, আজম শিকদার ও হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সম্প্রতি ভাগ্নির বিয়ে সংক্রান্ত কাজ শেষে ফেরার পথে লোহাগড়ার পদুয়ায় বাইক, সিএনজি টেক্সি ও ট্রাকের সংঘর্ষে আব্দুর রশিদ মনির নিহত হন। একই দুর্ঘটনায় তার দুই ভাগিনাও নিহত হন।
ইএইচ