ফেনী প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৫, ০৩:৫৯ পিএম
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ফেনী প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিব উল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোটেক মেজবাহ উদ্দিন ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচারের দাবিতে যে সংগ্রামের ভেতর দিয়ে এ পর্যন্ত এসেছি, সেই পথ থেকে আমরা পিছপা হব না। ইনশাআল্লাহ সামনের নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারাই দেশ চালাবেন। বিজয়ীরা এ দেশের নেতা হিসেবে কাজ করবেন।
আওয়ামী লীগের সাবেক এমপি নিজাম হাজারীকে উদ্দেশ করে জয়নাল আবেদীন বলেন, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে নিরীহ মানুষ হত্যা করেছে। অসংখ্য মানুষকে আহত করেছে। কিন্তু সেই অমানুষও (নিজাম হাজারী) ওই রাতের পর আর ফেনীতে থাকতে পারেনি। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পৃথিবীতে কোনো জানোয়ার, জালিম ও খুনি রক্ষা পাবে না।
এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ