জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
আগস্ট ৮, ২০২৫, ১১:৪৬ পিএম
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে জেলার সকল পেশাজীবী সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমীর মল্লিক, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক কানন আচার্যসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ইএইচ