ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জেলা প্রেসক্লাব পিরোজপুরের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৫, ০৬:৪৩ পিএম

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জেলা প্রেসক্লাব পিরোজপুরের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় মিনিটে সিও অফিস ও জেলা প্রেসক্লাব পিরোজপুরের অস্থায়ী কার্যালয়ে জেলা প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবু জাফরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, হাসনেয়ারা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন পলাশসহ অনেকে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ফকির, দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা দেশের সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুর নয়, সারা দেশে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা আরও বলেন, “সাংবাদিকরা সত্য ও ন্যায়বিচারের কণ্ঠস্বর। তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে।”

বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় বক্তারা দেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা ও সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তারা দ্রুত তুহিন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান।

ইএইচ

Link copied!