রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৫, ০৭:০৬ পিএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ২০২৪-২৫ অর্থ বছরে “রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
সোমবার দুপুর ১২ টায় রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম।
এ সময় তিনি সরকারিভাবে এসব কৃষি যন্ত্রপাতি প্রদানের উদ্দেশ্য ও সেগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান,জেলা কৃষি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ ও পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কৃষির প্রতি আমাদের সবার বিশেষ নজর দিয়ে কৃষি উৎপাদন করতে সচেষ্ট হতে হবে।সরকারের বিনামূল্যে দেয়া এসব যন্ত্রপাতির সর্বোচ্চ ও সঠিক ব্যবহার করার জন্য কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। এসব আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাবুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, সহকারী কৃষি কর্মকর্তা সাবের আলী,শফিউল হাসান, কৃষক দলের সহ-সভাপতি আব্দুল সাত্তার, ছাত্র-প্রতিনিধি তারেক মাহমুদসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা-উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচ