জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫, ০৩:১৫ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ এবং সরকারী ব্যবস্থাপনায় হজ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি বুধবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পরিচালক মো. সাজেদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রবিউল ইসলাম, ফিল্ড অফিসার মোত্তাকিনুল ইসলাম, মাস্টার ট্রেইনার আব্দুল ফাতাহ এবং উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন।
দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বোরহান উদ্দিন।
ইএইচ