ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫, ০৭:০৮ পিএম
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার বিকেলে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের।
এ আয়োজন করেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের একাংশ।
বিকেল সাড়ে ৫টার দিকে শরৎনগর বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হুমায়ুন আহমেদ।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, আলতাব হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।
ইএইচ